নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। দুপুর ১:০৮। ১৩ সেপ্টেম্বর, ২০২৫।

বাগমারার ভবানীগঞ্জে চালু হলো ইসলামিয়া চক্ষু হাসপাতাল

সেপ্টেম্বর ১২, ২০২৫ ৮:২৬
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারার চোখের রোগীদের সু চিকিৎসায় চক্ষু হাসপাতালের যাত্রা শুরু হলো। বাগমারা ইসলামিয়া চক্ষু হাসপাতাল নামের এই চিকিৎসা প্রতিষ্ঠানটি শুক্রবার উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদর ভবানীগঞ্জ পৌরসভার প্রাণিসম্পদ দপ্তর সংলগ্ন স্থানে এই হাসপাতালের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রাং। উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মাহফুজুর রহমান। অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন, যুবনেতা এনামুল হক বাবু, বড়বিহানালী বালিকা বিদ্যালযের প্রধান শিক্ষক মোস্তফা সারোয়ার মিঠু।

আরও পড়ুনঃ  জামায়াতের প্রতিষ্ঠান থেকে কেনা ব্যালটে নির্বাচন হচ্ছে ,ছাত্রদলের ভিপি প্রার্থীর অভিযোগ

উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ এর সাবেক ছাত্রনেতা মোঃ আবু সালেহ রকি, ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ মোঃ আবুহেনা রিপন, ডাঃ আশিক ইকবাল, কামরুল হাসান মোল্লা, ভবানীগঞ্জ পৌর যুবদল নেতা মামুনুর রশিদ মামুন, আসিফ ইসলাম ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান, পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন এর মহাসচিব মোঃ রহমত আলী, পল্লী চিকিৎসক নাসির হোসেন, মাওলানা আঃ জব্বার সরদার মাওলানা মোঃ জুলকার নাঈম বাবু।

আরও পড়ুনঃ  দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে : পরীমণি

এখন থেকে হাসপাতালটিতে চোখের রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসা দেওয়া হবে। অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা সার্বক্ষণিক চিকিৎসা দিবেন বলে জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।