স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষা-২৫ এর এপ্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয় ও কৃষি কলেজ হলরুমে ২শত এপ্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।শিবির এর বাঘা উপজেলা শাখা এর সভাপতি আব্দুল জাব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (বিসিএসআইআর, ঢাকা), উত্তরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (অ্যাডজান্ট) ড.মো. শাহিনুজ্জামান, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ জিন্নাত আলী, উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু, রাজশাহী জেলা পূর্ব সাবেক শিবির সভাপতি রুবেল আলী, রাজশাহী মহানগর শাখার অফিস সম্পাদক ডা. সাখাওয়াত হোসাইন,রাজশাহী জেলা পূর্ব শিবির সাবেক সেক্রেটারি আব্দুর রব, জেলা অফিস সম্পাদক আব্দুল মোমিন, জেলা প্রকাশনা সম্পাদক ফায়সাল আহমেদ, উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ রাকিবুল ইসলামসহ বাঘা উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা “শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হওয়া পরামর্শ দেন। এ+ প্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদেরকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে আমারা প্রত্যাশা করি। বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই আগামীদিন নেতৃত্ব দেবে, তাই তাদেরকে সঠিক পথের অনুসরণ করার কোন বিকল্প নেই। পরে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, শিক্ষা উপকরণসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
এসময় শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করে বলেন, আজকের এ সম্মাননা আমাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা যোগাবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাঘা উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম।