স্টাফ রিপোর্টার : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী সদর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী, থানা, ওয়ার্ডে নির্বাচনী কর্মী সমাবেশ ও ভোটারদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন দলীয় কর্মসূচী পালন করছে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর। নিয়মিয়ত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার ১৩ সেপ্টম্বর রাজপাড়া থানার ৪নং ওয়ার্ডের উদ্যোগে লোটাস কমিউনিটি সেন্টারে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মো.শাহাদাৎ হোসাইন।
৪নং ওয়ার্ড সভাপতি মোঃ গোলজার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা আমীর অধ্যাপক নুরুল ইসলাম মনি ও সেক্রেটারী মো. মাহবুবুর রহমান।
কর্মী সমাবেশ সঞ্চালনার দায়িত্ব পালন করেন ৪নং ওয়ার্ড সেক্রেটারী মো: ওবাইদুল্লাহ।
এছাড়াও কর্মী সমাবেশে ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সকলস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।