নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ২:২৮। ১৪ সেপ্টেম্বর, ২০২৫।

শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৯:৩২
Link Copied!

অনলাইন ডেস্ক : এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়া কাপের শুরুটা ভালোই করেছিল টাইগাররা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৩২ বল বাকি থাকা অবস্থায় ৬ উইকেট হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরু মোটেও ভালো হয়নি। মাত্র দুই ওভারে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন ফেরেন। শেষ দিকে জাকের আলী ও শামীম হোসেন পাটওয়ারীর ব্যাটে ভর করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  বিএফআইডিসি আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভাবনা তৈরি করতে সক্ষম : রিজওয়ানা হাসান

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই কুশল মেন্ডিসের উইকেট হারায়। স্কোর ১৩ রান হওয়ার পর মোস্তাফিজের বল হাতে লিটনের ক্যাচ দিয়ে মেন্ডিস ফিরে যান। এরপর পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারা বড় জুটি গড়ে দলের জয় নিশ্চিত করার পথে এগিয়ে নিয়ে যান। ৫২ বলে ৯৫ রানের জুটি ভাঙে, যখন নিশাঙ্কা শেখ মেহেদীর একটি শট খেলতে গিয়ে শরিফুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন। নিশাঙ্কা ৩৪ বলে ৫০ রান করেন।

আরও পড়ুনঃ  অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খানের সেই নিষিদ্ধ সিনেমা

দলের জয়ের পথে এক প্রান্তে থাকা কামিল মিশারা অপরাজিত থেকে ৩২ বলে ৪৬ রান করেন। যদিও মাঝে কুশল পেরেরা ও দাসুন শানাকার উইকেট হারায় শ্রীলঙ্কা। পেরেরা ৯ বলে ৯ রান করে শেখ মেহেদীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। শানাকা ৩ বলে ১ রান করে তানজিম সাকিবের বলে মোস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে আউট হন। চারিথ আসালাঙ্কা অপরাজিত থেকে ৪ বলে ১০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

আরও পড়ুনঃ  ডাকসু নির্বাচন : ছাত্রশিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত

বাংলাদেশের হয়ে দুইটি উইকেট শিকার করেছেন শেখ মেহেদী, আর একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ ও তানজিম সাকিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।