নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১১:৫৪। ১৪ সেপ্টেম্বর, ২০২৫।

বাগমারার গাওড়া বিলে মাছ চাষে চাঁদাদাবীর অভিযোগে সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:৩৬
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া মৌজার গাওড়া বিলে মাছ চাষে বাধা ও লীজ গ্রহিতার কাছে ২৭ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। পাশর্^বতী গোপালপুর গ্রামে কতিপয় যুবক বিলের লীজ গ্রহিতা রহিদুল ইসলাম এর কাছে ওই টাকা চাঁদা দাবী করা হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী রহিদুল ইসলাম রোববার (১৪সেপ্টেম্বর) বিকেলে বাগমারা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ করেছেন। রহিদুল ইসলাম ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

আরও পড়ুনঃ  নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি

এ সময় রহিদুল ইসলাম বলেন, শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া মৌজায় গাওড়া বিল দুই বছরের জন্য লীজ নেয়া হয়েছে। বিলের জমি মালিকদের কাছ থেকে বিঘা প্রতি চল্লিশ হাজার টাকা করে লিজ গ্রহন করা হয়। এছাড়াও চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের নামে জমি থাকায় বিদ্যালয়ের অংশে মোট তিন লক্ষ টাকা প্রদানের চুক্তি হয়। নিয়ম মেনেই বৈধ ভাবেই তিনি বিলে মাছ চাষ আরম্ভ করেছেন। কিন্ত ওই বিলে মাছ চাষে বাধাগ্রস্ত করছেন বাগমারা উপজেলার শেষ অংশ চাঁইপাড়া গ্রামের পাশর্^বতি দূর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের বিএনপি সমর্থিত আনোয়ার হোসেন রকেট এর নেতৃত্বে কাফি, লিটন, জনি, মাসুদসহ অজ্ঞাত কতিপয় যুবক বিলের বাঁধ কেটে দিচ্ছে, জোর পূর্বক মাছ মেরে নিচ্ছে। এছাড়াও বিলে মাছ চাষ করতে হলে ২৭ লক্ষ টাকা চাঁদা দাবী করছে। চাঁদা পরিশোধ না করলে নিজ গ্রহীতার ক্ষতি করবে বলেও সংবাদ সম্মেলনে দাবী করেন বিলের লিজ গ্রহিতা রহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ  ‘দুপুর ১টার মধ্যে শেষ হবে জাকসু নির্বাচনের ভোট গণনা’

যোগাযোগ করা হলে আনোয়ার হোসেন রকেট বলেন, চাঁদা দাবীর বিষয় সঠিক নয়। ওই বিলে আমার জমি রয়েছে। সেই জমির লিজের টাকা আমি চেয়েছি। এছাড়াও ওই বিল আওয়ামীলীগের আমলে আওয়ামীলীগের লোকজন জোর করে দখলে রেখেছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।