নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১২:৩২। ১৫ সেপ্টেম্বর, ২০২৫।

ভারত-পাকিস্তান ম্যাচে থাকছেন বাংলাদেশের একজন

সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৯:০৯
Link Copied!

অনলাইন ডেস্ক : অনেক নাটকীয়তার পর মাঠে গড়িয়েছে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে মাঠের লড়াই শুরু হলেও আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ। যেখানে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আছেন এক বাংলাদেশিও।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের দুই আম্পায়ার দায়িত্ব পালন করছেন। একজন মাসুদুর রহমান মুকুল, অন্যজন গাজী সোহেল। এছাড়া আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা চলমান আসরে আম্পায়ার হিসেবে থাকছেন।

আরও পড়ুনঃ  ডাকসু নির্বাচনের ফলাফল মেনে নেয়া প্রার্থীদের আইন উপদেষ্টার অভিনন্দন

দুই বাংলাদেশির মাঝে আজকের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। অর্থাৎ, এই ম্যাচে ২২ ক্রিকেটারের সঙ্গে মাঠে থাকছেন বাংলাদেশের একজন। এর আগে ১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।

এদিকে পেহেলগামে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর ক্রিকেট মাঠে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচ ঘিরে বেশ কয়েকদিন ধরে উত্তাপ ছড়িয়েছে। এমনকি উঠেছে ম্যাচ বয়কটের দাবি। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনো আপত্তি নেই তাদের।

আরও পড়ুনঃ  বেড়ায় সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালন

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলেও আজ মাঠে প্রতিবাদ দেখাতে পারেন ভারতীয় ক্রিকেটারেরা। বলা যায় প্রতিবাদের নতুন ধরন দেখা যেতে পারে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের কাছ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, দুবাইয়ের মাঠে খেলা চলাকালীন সময় পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না-ও পারেন ভারতীয় ক্রিকেটাররা।

আরও পড়ুনঃ  সাড়ে ১১ কোটিতে ব্রেভিসকে দলে নেওয়ার কারণ জানালেন সৌরভ গাঙ্গুলি

এছাড়া আজ ভারতীয় ক্রিকেটাররা জার্সিতে কালো আর্মব্যান্ড পরে নামতে পারেন। এর পাশাপাশি অন্য কোনো উপায়েও প্রতিবাদ জানাতে পারেন তারা। সূত্র আরও জানিয়েছে, যেহেতু দুবাইয়ের মাঠে খেলা, সেহেতু গ্যালারিতে দর্শকদের প্রতিবাদ খুব একটা বেশি দেখা যাবে না। এখন পর্যন্ত এশিয়া কাপের কোনও ম্যাচেই ভর্তি গ্যালারি দেখা যায়নি। ভারত-পাকিস্তান ম্যাচেও গ্যালারির একটা অংশ ফাঁকা থাকতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।