নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১:৩২। ১৫ সেপ্টেম্বর, ২০২৫।

রাকসু নির্বাচনে,চূড়ান্ত তালিকা প্রকাশ প্রার্থী ৩০৬ জন, ব্যালট নম্বর ঘোষণা

সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১০:১৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ৩০৬ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনেট ভবনে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর ঘোষণা করেন রাকসু কোষাধ্যক্ষ সেতাউর রহমান।

প্রকাশিত তালিকা অনুযায়ী: সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন ১৩ জন, সদস্য পদে মোট ৩০৬ জন।

আরও পড়ুনঃ  নেপালে নতুন সংকট, পার্লামেন্ট পুনর্বহালের দাবি প্রধান দলগুলোর

ছাত্রদল মনোনীত প্রার্থীদের মধ্যে: ভিপি প্রার্থী শেখ নুর উদ্দীন আবীর (ব্যালট নং ০৫), জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন (ব্যালট নং ০৭), এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা (ব্যালট নং ০৫)

অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা হলেন: ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ (ব্যালট নং ০৪), জিএস প্রার্থী ফাহিম রেজা (ব্যালট নং ১০), এজিএস প্রার্থী এস.এম সালমান সাব্বির (ব্যালট নং ১৫)

আরও পড়ুনঃ  ডাকসু নির্বাচন : ছাত্রশিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত

নির্বাচন কমিশনের তথ্যানুসারে, শুরুতে মোট ৩২২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে ব্যাংক রশিদ না থাকা, ছবি-সাক্ষর ত্রুটি, ডোপ টেস্ট রিপোর্ট না থাকা প্রভৃতি কারণে ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়। পরবর্তীতে আরও কয়েকজন প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করায় এখন মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬ জনে।

আরও পড়ুনঃ  জাকসু নির্বাচন, শিক্ষক জান্নাতুলের মৃত্যুতে ভোট গণনা কক্ষে কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “প্রার্থীদের সব যোগ্যতা যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করার জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।”

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।