নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১:১৭। ১৫ সেপ্টেম্বর, ২০২৫।

দুর্গাপুরে পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময় সভা

সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১০:০৫
Link Copied!

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর: আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দুর্গাপুর থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করে থানা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) মোঃ কুদরত-ই-খুদা শুভ। সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম। সঞ্চালনা করেন এসআই রিপন কুমার দাস।

আরও পড়ুনঃ  রাশিয়ার সামরিক মহড়া, সীমান্তে ৪০ হাজার সেনা পাঠাচ্ছে পোল্যান্ড

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক শ্রী সুনিল চন্দ্র প্রামাণিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সাবেক সভাপতি আশরাফুল কবির বলু, মডেল মসজিদের ইমাম মুফতি আল আমিন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে থানার পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও উপজেলার সকল পূজা মণ্ডপ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নাটোরে জুলাই শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র নির্মাণ

সভায় আসন্ন দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খোলামেলা আলোচনা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সার্কেল এএসপি মোঃ কুদরত-ই-খুদা শুভ বলেন, “আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ  ‘বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এত খেয়েও ওজন বাড়েনি’

সভাপতির বক্তব্যে ওসি মোঃ আতিকুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় দুর্গাপুর থানা পুলিশ সবসময় সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি থাকবে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর দুর্গাপুর উপজেলার ১৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।