স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় অর্থ আত্মসাৎ ও মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- অর্থ আত্মসাৎ মামলার আসামি রানা আহমেদ (২৯), মাদক মামলার আসামি তরিকুল ইসলাম (৫২), সীমা বেগম (৩৭), শিহাব আলী (২০), রানু বেগম (৫৫), হোসেন আলী (৪০), ওয়ারেন্টভুক্ত আসামি হাবিবুর রহমান (৩৫)।
এ বিষয়ে বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে এবং অন্যদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।