নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৬:৩৭। ১৬ সেপ্টেম্বর, ২০২৫।

যারা ফ্যাসিস্ট তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো : ডিআইজি

সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৩:৩০
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের অন্তত ১৫ টি অফিস, দুটি থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা। ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এ সময় সর্বশেষ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন তারা। ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন- ‘যারা ফ্যাসিস্ট, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি আমার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। তিনি আরও বলেন- এখানে যারা সাধারণ জনগণ আছেন, তারা যেন নিরাপদে থাকতে পারেন এজন্য আমরা সচেষ্ট রয়েছি। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ভাঙ্গা থানা প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না: ড. মঈন খান

রেজাউল করিম মল্লিক আরও বলেন- আইনশৃঙ্খলা রক্ষার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, যা যা করণীয় আমরা সব ব্যবস্থাই নেব। আমরা যেহেতু আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি, সেক্ষেত্রে আমরা যে পরিস্থিতির সম্মুখীন আছি, এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে এ বিষয়ে অবগত করেছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য যা যা করার, তাদেরকে সবকিছুর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি।

আরও পড়ুনঃ  সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

এর আগে উপজেলার ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পরিদর্শন শেষে ভাঙ্গা উপজেলার অফিসারদের সঙ্গে তিনি জরুরি বৈঠক করেন।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন- আমরা সাধারণ মানুষকে নিয়ে কাজ করি। সাধারণ মানুষের আবেগ অনুভূতি জেলা প্রশাসন বুঝে। পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত করে পরে জানানো হবে।

আরও পড়ুনঃ  মঙ্গলে প্রাণের অস্তিত্বের ‘সম্ভাবনা’ দেখল নাসার পার্সিভ্যারেন্স রোভার

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।