নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:১৭। ১৬ সেপ্টেম্বর, ২০২৫।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল

সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৬:৪২
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রথম আসরের সাফল্যের পর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর নিয়ে উচ্ছ্বাস ছিল বেশি। বিশেষ করে রাজশাহী ও বগুড়ায় এই টুর্নামেন্টের ম্যাচ রাখায় সেখানেও দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু সব আনন্দে পানি ঢেলে দিয়েছে বৃষ্টি। আর শেষ পর্যন্ত এই বৃষ্টির জন্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর।

আরও পড়ুনঃ  সেই ১২ বিচারপতির চারজনের বিষয়ে তদন্ত এখনো চলমান

গত ১৪ সেপ্টেম্বর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের উদ্বোধন হয়। সেদিন রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত ৫ ওভার করে ম্যাচ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সীমান্তবর্তী অঞ্চলে এইডস সংক্রমণের ঝুঁকিতে শিক্ষার্থীরা

একইদিনে বৃষ্টির কারণে বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয়। আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হয়। তবে তাতেও লাভ হয়নি।

বৃষ্টিতে রাজশাহী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া ম্যাচগুলোও পরিত্যক্ত হতে থাকে। টানা ৩ দিন বৃষ্টির কারণে ছয় ম্যাচের মাত্র একটি মাঠে গড়ায়, বাকি পাঁচটি হয় পরিত্যক্ত।

আরও পড়ুনঃ  আবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, মিমিকে যে কথা শুনিয়ে দেন অভিনেতা

আবহাওয়ার যে অবস্থা তাতে বৃষ্টি কবে পুরোপুরি ঠিক হবে তা নিয়ে নিশ্চিন্ত হতে পারেনি টুর্নামেন্ট কমিটি। আর তাই শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এনসিএল স্থগিত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।