অনলাইন ডেস্ক : প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ন্যাশনাল হাইকোর্ট অব ব্রাজিলের প্রধান বিচারপতি আন্তোনিও হ্যারমেন বেঞ্জামিনের আমন্ত্রণে এখন ব্রাজিলে অবস্থান করছেন।
গতকাল সোমবার তিনি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত ন্যাশনাল হাইকোর্ট অব ব্রাজিল পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধান বিচারপতি ন্যাশনাল হাইকোর্ট অব ব্রাজিলের প্রধান বিচারপতি আন্তোনিও হ্যারমেন বেঞ্জামিনের সঙ্গে মতবিনিময় সভা করেন।
বিচার প্রক্রিয়ায় দায়িত্বশীলতার সঙ্গে এআই ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরো ন্যায়সঙ্গত, দক্ষ ও সবার জন্য সহজলভ্য করতে উভয় বিচারপতি আইনের শাসন শক্তিশালীকরণে বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিকরণের ওপর গুরুত্বারোপ করেন।
আজ মঙ্গলবার সুুপ্রিম কোর্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিচার প্রক্রিয়া সংক্রান্ত প্রযুক্তি বিনিময়, বিচার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও নিজ নিজ দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা জোরদারের বিষয়ে সভায় ফলপ্রসূ আলোচনা হয়।
দুই বিচারপতি তাদের আলোচনায় বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন শক্তিশালীকরণে বিচার প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অন্তর্ভুক্তিকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে এআইয়ের সফল প্রয়োগের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরো কার্যকর, স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত করা সম্ভব; বিধায় তারা নিজ নিজ অধিক্ষেত্রে এআই চালিত কেস ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তিসহ এআইয়ের সহায়তায় আইনজীবী ও বিচারকদের জন্য দ্রুত, নির্ভুল ও প্রাসঙ্গিক নজির অনুসন্ধান টুলস, আইন ও রায় বিশ্লেষণ ইত্যাদির বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সম্পর্কে আলোচনা করেন।
আলোচনায় তারা একমত পোষণ করেন যে, একবিংশ শতাব্দিতে বিশ্বজুড়ে যখন বাণিজ্য, যোগাযোগ এবং মানুষের চলাচল দেশের সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিরাজমান, তখন বৈচিত্রপূর্ণ নানা আইনি চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন জাতির মধ্যে বিচার বিভাগীয় আন্তঃসম্পর্ক অতীতের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। এই প্রেক্ষাপটে, ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে কার্যকর বিচার বিভাগীয় সহযোগিতা নিশ্চিত করবে যে, ন্যায়বিচার কেবল একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি সার্বজনীন অধিকার।
আলোচনায় উভয় দেশের মধ্যে বিচার প্রক্রিয়া সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।
ব্রাজিলের বিচার ব্যবস্থায় নাগরিকের অধিকারের সুরক্ষায় বিচার প্রক্রিয়া সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিকরণে বা এ সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নে যে ধরনের বিচারিক ন্যায়পালগণ রয়েছেন, সেই আদলে বাংলাদেশের বিচার ব্যবস্থায় গণকেন্দ্রিক কোনো ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা’ চালু করা যায় কি না সে বিষয়ে বিচারপতিগণ আলোচনা করেন।
প্রধান বিচারপতি ‘পারস্পরিক বিচারিক স্বার্থের বিষয়, বিশেষ করে প্রাতিষ্ঠানিক সংস্কার, পরিবেশগত ন্যায়বিচার, বিচারিক স্বাধীনতা এবং বিচার প্রশাসনে প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কিত মতবিনিময়’ শীর্ষক এক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ব্রাজিলে রয়েছেন।
তিনি আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাজিলে অবস্থান করবেন এবং উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।-ইত্তেফাক