স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশের প্রথম পূর্ণাঙ্গ ক্যাশলেস ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। মাস্টারকার্ড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র যৌথ উদ্যোগে এ প্রকল্পের আওতায় শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা এখন থেকে ক্যাম্পাসজুড়ে দ্রুত, নিরাপদ ও সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
উদ্যোগের অংশ হিসেবে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, বইয়ের দোকান থেকে শুরু করে প্রশাসনিক দপ্তর পর্যন্ত চালু করা হয়েছে পয়েন্ট-অব-সেল মেশিন ও বাংলা কিউআর পেমেন্ট সেবা। শিক্ষার্থীদের জন্য বিশেষ স্টুডেন্ট ডেবিট কার্ড চালু করা হয়েছে, যা তাদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরও সহজ করবে।
প্রধান আলোচকের বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান বলেন,‘রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাসে রূপান্তরিত করতে মাস্টারকার্ডের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এ উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি বাড়াবে এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করবে।’
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন,‘স্টুডেন্ট ডেবিট কার্ড ও আধুনিক ডিজিটাল পেমেন্ট সমাধান শুধু ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নেই নয়, বরং তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে।’

