নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১:৩৪। ১৯ সেপ্টেম্বর, ২০২৫।

বাগমারায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১০:৩৬
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) বেলা বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

পূজা মন্ডপ গুলোতে নির্বিঘ্নে শারদীয় দূর্গাপূজা পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহন এবং আাইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় পুলিশের ৪ গাড়ি ভাঙচুর, ১১ মোটরসাইকেলে আগুন

সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের মেডিকেল অফিসার ডাক্তার ববিতা রানী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাজিবুল হাসান রাজিব, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক অধ্যাপক অহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, যুগ্ম সম্পাদক গৌতম কুমার স্বর্ণকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুমার মন্ডল, বিশ^নাথ প্রামানিক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ প্রমূখ।
সভায় উপজেলার বিভিন্ন মন্দির কমিটি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ংকর চর্চায় রূপ নিবে: সালাহউদ্দিন

বাগমারা উপজেলার ৮২টি মন্ডপে পূজা উদযাপন করা হবে বলে পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।