নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১২:১৩। ১৯ সেপ্টেম্বর, ২০২৫।

তানোরে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১০:৫০
Link Copied!

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল১১টায় তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।পূজা মন্ডপ গুলোতে নির্বিঘ্নে শারদীয় দূর্গাপূজা পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহন এবং আাইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দাবি জামায়াতের, সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা

এসময় আরো উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত (ওসি) আফজাল হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুস্তাকিমা,তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান,উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী ডিএম আক্কাস আলী,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্যাম দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল সরকার,ও মনোরঞ্জন কুমার দাস,তানোর প্রেস ক্লাবের সভাপতি সাঈদ সাজু প্রমূখ।

আরও পড়ুনঃ  বাগেরহাটে আসন বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী ও হিন্দু সম্প্রদায়ের নেত্রীবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের মোট ৫৮টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।আসন্ন সারদীয় দূর্গাপুজার প্রস্তুতিমুলক সভার সভাপতি তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন,এ বছর তানোর উপজেলার ৭ টি ইউনিয়নে ও ২টি পৌরসভায় মোট ৫৮ টি দুর্গা মন্দিরের পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সারদীয দূর্গাপুজার উৎসব উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগী করা হবে।

আরও পড়ুনঃ  গাজা সিটি মৃত্যুপুরী, জাতিসংঘের আশ্রয়কেন্দ্রও গুঁড়িয়ে দিল ইসরায়েল

তিনি বলেন,দূর্গাপুজায় আইন শৃংখলা পরিস্থিতি সাভাবিক রাখতে পুলিশ ও আসনার সদস্য নিয়জিত থাকবে।কেউ অসান্তি সৃষ্টি করতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে,এখানে কাউকেই কোন প্রকার ছাড় দেয়া হবেনা বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।