নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সন্ধ্যা ৭:৫৯। ১৯ সেপ্টেম্বর, ২০২৫।

চাঁদে আপনার নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা

সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৩:৪৫
Link Copied!

অনলাইন ডেস্ক : চাঁদে নিজের নাম পাঠাতে চান? মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার আপনাকে সেই সুযোগ দিচ্ছে। নাসার পরবর্তী চন্দ্রাভিযান আর্টেমিস ২-তে আপনার নাম পাঠানো যাবে। যদিও সশরীরে চাঁদে যাওয়া সম্ভব নয়, তবে আপনার নাম ডিজিটাল আকারে একটি চিপে সংরক্ষণ করে মহাকাশযানে করে চাঁদের কাছাকাছি পাঠানো হবে।

২০২৬ সালের শুরুতে আর্টেমিস ২ মহাকাশযানটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে। এই যানে চারজন নভোচারী থাকবেন, তবে তারা চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন না। যানটি চন্দ্রপৃষ্ঠের ওপর দিয়ে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবে। এই মিশনটি আর্টেমিস ৩ মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। আর্টেমিস ৩ মিশনেই নভোচারীদের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা রয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

যেভাবে অংশ নেবেন
এই ঐতিহাসিক অভিযানের অংশ হতে চাইলে আপনাকে নাসার নির্দিষ্ট ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে হবে। এর জন্য ভিজিট করতে হবে এই লিঙ্কে: https://www3.nasa.gov/send-your-name-with-artemis/।

আরও পড়ুনঃ  জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে তা হবে গ্রহণযোগ্য: জামায়াত

লিঙ্কে প্রবেশ করে আপনার নাম ও পিন কোড দিতে হবে।

তথ্য জমা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই একটি ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যাবে।

আপনার নাম নাসার ডেটাবেসে সংরক্ষিত হয়ে যাবে।

আরও পড়ুনঃ  ইসরাইল গাজা সিটিতে স্থল হামলা শুরু করেছে

আর্টেমিস ২ মিশনটি যখন চাঁদের উদ্দেশ্যে উড়বে, তখন ওরিয়ন নামের রকেটটিতে একটি এসডি কার্ড থাকবে, যেখানে জমা পড়া সব নাম সংরক্ষিত থাকবে।

নাসা শুধু চাঁদেই থেমে নেই, তাদের দূরবর্তী লক্ষ্য হলো মঙ্গল গ্রহে অভিযান পরিচালনা করা। এই উদ্দেশ্যে তারা পৃথিবীর বুকেই একটি কৃত্রিম ‘মঙ্গল’ তৈরি করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।