নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৮:০১। ১৯ সেপ্টেম্বর, ২০২৫।

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, আতঙ্কে খালি করা হলো এলাকা

সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৩:৫০
Link Copied!

অনলাইন ডেস্ক : জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির রাজধানী বার্লিনের স্প্রি নদীতে ওই অবিস্ফোরিত বোমাটি উদ্ধার হয়।

পরে জার্মান রাজধানীর এই ব্যাপক জনবহুল অঞ্চলটি ঘিরে ফেলে পুলিশ। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ওই অঞ্চল থেকে সরে যেতে বলেন পুলিশ সদস্যরা। পরে তারা অস্থায়ী আশ্রয়ে ভিড় জমান।

আরও পড়ুনঃ  রাকসুর নির্বাচনি প্রচারণা শুরু, আচরণবিধি ভঙ্গ করলে শাস্তি

স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, একটি টাউন হলে অস্থায়ী আশ্রয় শিবির করা হলে সেখানে অতিরিক্ত ভিড় হয়। এরপরে আরেকটি স্থানীয় স্কুলকেও অস্থায়ী আশ্রয় শিবিরে পরিণত করা হয়।

এই অঞ্চলে বেশ কয়েকটি দূতাবাসও আছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে বোমা নিষ্ক্রিয় করতে একটি দল সেখানে পৌঁছবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় কোটি টাকার স্বর্ণবারসহ এক পাচারকারী আটক

পুলিশ জানায়, মধ্য-বার্লিনের ফিশারিনজেলে নির্মাণকাজের সময় বোমাটি উদ্ধার হয়। জার্মানিতে নির্মাণকাজ শুরুর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত অস্ত্র তল্লাশি করা খুবই সাধারণ ঘটনা।

আরও পড়ুনঃ  পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানযট

পুলিশ জানায়, শুক্রবার বোমাটিকে নিষ্ক্রিয় করা হবে। ডুবুরিরাও আরও তল্লাশি চালাবেন। বোমাটি পানির চার মিটার গভীরে শ্যাওলা-জড়ানো অবস্থায় পড়ে আছে। ফলে সেটিকে নিষ্ক্রিয় করার কাজটা অনেক কঠিন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়ও বাসিন্দারা শুক্রবার সকালেই ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।