নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১২:২৯। ২০ সেপ্টেম্বর, ২০২৫।

ভাঙ্গায় কুমার নদে অস্ত্রের মহড়া, যুবক আটক

সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১০:৩৪
Link Copied!

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে কুমার নদে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করেছে পুলিশ ও যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে ভাঙ্গার চৌকিঘাটা এলাকায় থেকে সায়মন শরীফ (২১) নামের ওই যুবককে আটক করা হয়। আটক সায়মন শরীফ ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের হাবিবুর শরিফের ছেলে।

আরও পড়ুনঃ  ভুল চিকিৎসার সত্যতা পাওয়ায় হাসপাতালের কার্যক্রম বন্ধ

অভিযানের সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি রাম দা, একটি ছুরি এবং ইয়াবা সেবনের ব্যবহৃত এক রোল কাগজ উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) ছিল হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা। এ উপলক্ষে প্রতি বছর ভাঙ্গার কুমার নদে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসলেও রাজনৈতিক অস্থিরতার কারণে গত ১৫ বছর ধরে তা বন্ধ রয়েছে। তবে প্রতি বছরই এ দিনে স্থানীয় তরুণরা ট্রলার ও স্পিডবোর্ডে আনন্দ-ফুর্তি করে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, প্রাণ হারালেন তিন পুলিশ কর্মকর্তা

এ বছর কয়েকটি ট্রলার ও স্পিডবোর্ডে দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের প্রকাশ্যে মহড়া দিতে দেখা যায়। তারা সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজিয়ে নদীতে ঘুরে বেড়ায়। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়।

আরও পড়ুনঃ  শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফিরছে এপিবিএন

পরবর্তীতে মেজর সোহেলের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের একটি চৌকস দল এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে সায়মন শরীফকে আটক করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।