নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সন্ধ্যা ৬:১৮। ২০ সেপ্টেম্বর, ২০২৫।

সাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাত

সেপ্টেম্বর ২০, ২০২৫ ২:২৬
Link Copied!

অনলাইন ডেস্ক : উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় চলতি মাসের শেষের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল

এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ সেপ্টেম্বরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

আবহাওয়া অধিদপ্তর বলছে, এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও সংস্থাটি আভাস দিয়েছে।

আরও পড়ুনঃ  নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কেয়ার ইকোনমি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে : শারমীন এস মুরশিদ

-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।