নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সন্ধ্যা ৭:৫০। ২০ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার

সেপ্টেম্বর ২০, ২০২৫ ৫:০৮
Link Copied!

এস এম আব্দুর রহমান, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতা যার ফলে রোগী এবং তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয়রা জানান, হাসপাতালটি নিচু এলাকায় অবস্থিত হওয়ায় বিভিন্ন বাড়ি, রাস্তা ও প্রতিষ্ঠানের নোংরা পানি এখানে জমে যায়। ফলে হাসপাতাল চত্বর মশা উৎপাদনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূচনা মনোহারা বলেন, “আমি এক সপ্তাহ আগে এখানে যোগদান করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি এবং তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেবেন।”

আরও পড়ুনঃ  দুর্গাপুরে লোকালয়ে ল্যাঙ্গুর প্রজাতির বন্য হনুমান

শনিবার গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটক থেকে ভিতরে পর্যন্ত পানি জমে রয়েছে।

রোগী ও তাদের স্বজনদের চলাচল করতে বেশ কষ্ট হচ্ছে। হাসপাতালের চারপাশে জমে থাকা পানি নোংরা ড্রেনের পানির সঙ্গে মিশে গেছে।

আরও পড়ুনঃ  ‘পিছে তো দেখো’ খ্যাত তারকা আহমাদের ছোট ভাই মারা গেছেন

মহিলাদের ওয়ার্ডের টয়লেটের পাইপ থেকে মলমুত্র বের হয়ে সেই পানিতে মিশে যাচ্ছে। এই কারণে অনেকেই পানিতে পড়ে আহত হচ্ছেন এবং পোশাক নষ্ট হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসার বলেন, “ভারী বৃষ্টি হলে অতিরিক্ত পানি জমে যায়, ফলে আমরা অফিসে আসা-যাওয়া করতে পারি না। ড্রেন তৈরি করা হলেও, এগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে।”

আরও পড়ুনঃ  ৩ প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে আইসিবিটি সম্মেলনের উদ্বোধন

অপর এক মেডিকেল অফিসার বলেন, “এই সমস্যা দীর্ঘদিনের। উপজেলা সমন্বয় কমিটির সভা এবং পৌরসভা কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি। প্রতিদিন হাজার হাজার রোগী সেবা নিতে আসে, কিন্তু বৃষ্টিতে সবাইকে হাসপাতালে প্রবেশ করতে কষ্ট হয়। আমি জরুরি ভিত্তিতে সমস্যাটি সমাধানের দাবি জানাচ্ছি।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।