নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৯:৩৫। ২০ সেপ্টেম্বর, ২০২৫।

বেনাপোলে “রক্তের সন্ধানে বাংলাদেশ” ৫ম বর্ষে পদাপর্ণ উপলক্ষে আলোচনা সভা

সেপ্টেম্বর ২০, ২০২৫ ৫:১৭
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : “রক্ত মোরা করব দান, খুশি হবেন আল্লাহ মহান”। স্বেচ্ছাসেবী সংগঠন এর ৫ম বর্ষে পদার্পণ ” রক্তের সন্ধানে বাংলাদেশ” উপলক্ষে বেনাপোলে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার(২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়” প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.নুরুজ্জামান লিটন(বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব)।

সংগঠনটির প্রতিষ্ঠাতা কাদের খান রাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন- মোস্তাফিজ্জোহা সেলিম(সভাপতি, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়),স্মৃতি আক্তার সোনিয়া(রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব),ডা. তারিক মাহমুদ আবির( ব্যবস্থাপনা পরিচালক, লাইফ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার), ডা. নওরিন পলি(ব্যবস্থাপনা পরিচালক, স্বাস্থ্য সেবা ডায়াগনষ্টিক সেন্টার) ও মো. ইব্রাহীম শেখ রুবেল(ব্যবস্থাপনা পরিচালক, বেনাপোল মডার্ন ডায়াগনষ্টিক সেন্টার),

আরও পড়ুনঃ  ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ

প্রধান অতিথি নুরুজ্জামান লিটন অনুষ্ঠানে তার ব্যাক্তিগত একটি রক্তদানের ঘটনা জানিয়ে উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন- “আমরা সবাই জানি, রক্ত হচ্ছে এমন এক উপাদান যা এখনো কৃত্রিমভাবে তৈরি করা যায় না, একজন মানুষের বিপদের সময়, দুর্ঘটনায়, জটিল অপারেশনে রক্তের প্রয়োজন হয়।

সেই রক্ত একমাত্র একজন সুস্থ মানুষই দিতে পারে আরেকজন মানুষকে। ভেবে দেখুন, মাত্র ৫-১০ মিনিট সময় দিয়ে আপনি একজন মানুষের জীবন বাঁচাতে পারেন। এমন মহৎ কাজ ক’জন করতে পারে? অথচ রক্ত দিলে শরীর দুর্বল হয় না, বরং এটি শরীরের জন্য উপকারী। নতুন রক্ত কোষ তৈরি করে।

আরও পড়ুনঃ  শেষ ওভারে ৫ ছক্কায় বড় সংগ্রহ আফগানিস্তানের

রক্ত দানে কোন ধর্ম, বর্ণ, জাতি বা দলীয় পরিচয়ের প্রয়োজন নেই—এটি মানবতার পরিচয়।প্রতি ৪ মাসে একবার একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন। আর যদি আমরা সবাই এই দায়িত্ব নিই, তাহলে কেউ রক্তের অভাবে মারা যাবে না। তিনি অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান।

পরে, তিনি রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়া রক্তদাতাদের সাথে কথা বলেন।

“রক্তের সন্ধানে বাংলাদেশ” এর ৫বর্ষ পূর্তী স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৫ এ অংশ নেন যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন- কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি,ব্লাড কানেক্টেড গ্রুপ,স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া, গুনাকরকাটি আজিজিয়া ব্লাড ডোনার ব্যাংক,ইচ্ছাপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন,সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা,সূর্যদয় রক্তদান ফাউন্ডেশন পাবনা,কালিয়া উপজেলা ব্লাড ফাউন্ডেশন,মানবতা ব্লাড ফাউন্ডেশন, খোকসা ব্লাড ডোনার্স সোসাইটি,চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন,হাতের ছোয়া রক্তদান ফাউন্ডেশন,খুলনা ব্লাড ব্যাংক,যশোর ব্লাড ব্যাংক,বালিয়াকান্দি ব্লাড ডোনার্স ক্লাব,সোনার বাংলা ব্লাড এন্ড ফুড ফাউন্ডেশন,পাংশা ব্লাড ডোনার্স যুব এসোসিয়েশন,বাংলাদেশের কথা,নড়াইল জেলা ব্লাড ব্যাংক,পরীমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ,বন্ধুত্বের বাঁধণ ব্লাড ডোনেশন পাবনা,ফ্রেন্ডস সার্কেল ব্লাড ফাউন্ডেশন,রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব,মানব উন্নয়ন ও রক্তযোদ্ধা,স্বেচ্ছায় রক্তদান মানবতার ফেরিওয়ালা ৬৪ জেলা,মানব সেবায় থাকতে চাই,শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাব,ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাব মাগুরা,বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি।

আরও পড়ুনঃ  ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও

অনুষ্ঠানে “রক্তের সন্ধানে বাংলাদেশ” এর পক্ষ থেকে সাফল্য অর্জনকারী সংগঠনদেরকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সম্পাদনা এবং উপস্থাপনায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠক মো.হৃদয় হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।