নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ৬:৪০। ১৮ অক্টোবর, ২০২৫।

লন্ডনে দূতাবাসের বাইরে উড়ল ফিলিস্তিনের পতাকা

সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১২:৫৭
Link Copied!

অনলাইন ডেস্ক : ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একদিন পর লন্ডনে দূতাবাসের বাইরে উড়েছে ফিলিস্তিনের পতাকা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরদিন লন্ডনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ফিলিস্তিনি দূতাবাসের বাইরে দেশটির পতাকা উত্তোলন করা হয় বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।

এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলট বক্তৃতা করেন। তিনি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির অর্থ হলো ঐতিহাসিক ভুল সংশোধন করা এবং স্বাধীনতা, মর্যাদা এবং মৌলিক মানবাধিকারের উপর ভিত্তি করে ভবিষ্যতের জন্য একসাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।

আরও পড়ুনঃ  প্রথম ধাপেই বিশ্বকাপের ১ মিলিয়ন টিকিট বিক্রি

এর আগে রবিবার চারটি দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ায় জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫১টি দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। এর আগে চলতি বছরের ২০ মার্চ মেক্সিকো সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।