নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৬:১৯। ২৩ অক্টোবর, ২০২৫।

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় সামগ্রীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ, আটক ২

সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৬:৪২
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে দুই কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা মূল্যের এক কাভার্ডভ্যানসহ (ট্রাক) ভারতীয় বিপুল পরিমাণের শাড়ি, থ্রি পিচ, ওষুধ, মোটর সাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মালামালের কোন মালিক না থাকায় চালক ও হেলপারকে আটক করা হয়।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে বেনাপোলের ভবের বেড় ট্রাক টার্মিনাল এর সামনে থেকে কাভার্ডভ্যানটি আটক করে বেনাপোল সদর ক্যাম্পে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে গনণা করে দুপুরের দিকে বিজিবি প্রেস নোটে এ তথ্য জানান।

আটক চালক হচ্ছেন, মাগুরা জেলার সদর থানার হাজী কলেজ পাড়া এলাকার নাদের মোল্যার ছেলে আব্দুল মালেক (৪৬) ও হেলপার একই থানার শিবরামপুর পাড়া এলাকার সুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২৯)।

বিজিবি জানান, ভারতীয় চোরাচালানী পণ্য পাচাররোধে বেনাপোল বিজিবি ক্যাম্পের একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। বেনাপোল ভবেরবেড় ট্রাক টার্মিনাল এর সামনে পাকা রাস্তার উপর হতে মাগুরা কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে কাভার্ড ভ্যানটিতে অবৈধ মালামাল বহন করতে পারে মর্মে সন্দেহ হলে তল্লাশির জন্য বেনাপোল ক্যাম্পে আনা হয়। পরে তল্লাশি করে কাভার্ড ভ্যানের ভিতর হতে ১৪৭৪ পিস ভারতীয় শাড়ি, ২১৫ পিস থ্রীপিচ, দুইটি মোটর সাইকেলের টায়ার, ১০ হাজার ৬৯৩ টি বিভিন্ন প্রকার ওষুধ, ৭৪ হাজার ৪৫৫ টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানসহ চালক আব্দুল মালেক ও হেলপার অন্তর কর্মকারকে আটক করা হয়। জব্দকৃত মালামালের মূল্য কাভার্ড ভ্যানসহ দুই কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা।

আটককৃত চালক ও হেলপারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, যশোরের বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের মো: বাবুল এর মো: বিল্লাল ২০ হাজার টাকা চুক্তির বিনিময়ে উক্ত মালামালগুলো বেনাপোল থেকে ঢাকার মিপরপুর পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত চোরাচালানী মালামালসহ আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে ভারতীয় শাড়ি, থ্রি পিচ, ওষুধ, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত চোরাচালানী মালামালসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

তবে বেনাপোলের একাধিক ব্যবসায়ীরা অভিযোগ করেছে, আটককৃত মালামাল বেনাপোল বন্দর থেকে লোড করা হয়েছিল। একটি চোরাচালানী সিন্ডিকেট বৈধ মালামালের সাথে বিনা এন্ট্রিতে এসব অবৈধ পণ্য ভারত থেকে বন্দরের শেডে এনে রাখে। পরে সুযোগ বুঝে এসব মালামাল দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।