নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৪:০৯। ৮ নভেম্বর, ২০২৫।

ফায়ার সার্ভিস পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

জুলাই ২০, ২০২৩ ১১:৩০
Link Copied!

স্টাফ রিপোর্টার : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তর পরিদর্শন করেন সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো: খায়ারুল কবীর মেনন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ফায়ারা সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তর পরিদর্শন করেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সহকারী পরিচালক একেএম মোর্সেদসহ অত্র স্টেশনের কর্মকর্তা, ফায়ার ফাইটার ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো: খায়ারুল কবীর মেনন উপস্থিত হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফের নেতৃত্বে একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।