নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ২:৪৮। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহী কালেক্টরেট ক্লাব নির্বাচনের ভোটগ্রহণ শুরু

সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১:২৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী কালেক্টরেট ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরির মিনি সম্মেলন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুর ৩টা পর্যন্ত চলবে এ প্রক্রিয়া। এ নির্বাচনে মোট ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন প্রার্থী। ভোটার সংখ্যা ১৯৬।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আজিজ বলেন,“খুবই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট প্রক্রিয়া স্বচ্ছ রাখতে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তাও দায়িত্ব পালন করছেন।”

সভাপতি পদে লড়ছেন মিজানুর রহমান (মোরগ), তাপস কুমার (গরুর গাড়ি), আজিমুদ্দিন (চেয়ার) ও নেয়ামুল কবির (চাকা)।

আরও পড়ুনঃ  আমরা জানি না আসলে কী হবে : মেহজাবীন

সভাপতি প্রার্থী মিজানুর রহমান (মোরগ) বলেন, “আমি নির্বাচিত হলে ক্লাবের সব সদস্যকে সম্পৃক্ত করে একে আধুনিক ও কার্যকর সংগঠনে রূপ দেব। ক্লাব হবে সংস্কৃতি, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সদস্যদের সেবায় কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলমাস হোসেন (চাবি), সালমান হোসেন (মোটরসাইকেল), দেলোয়ার হোসেন (তাঁরা) ও খালেদ মোশারফ (বই)।

সাধারণ সম্পাদক প্রার্থী আলমাস হোসেন (চাবি) বলেন,“আমি নির্বাচিত হলে সদস্যদের জন্য উন্মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করব। ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। বিশেষ করে নতুন সদস্যদের সম্পৃক্ত করে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  রাজশাহী কালেক্টরেট ক্লাব নির্বাচনে সভাপতি হলেন মিজানুর, সম্পাদক আলমাস

সহ-সভাপতি পদে আছেন পাঁচজন— মো. শাহ আলম (আনারস), জামাল উদ্দীন শিকদার (হরিণ), অনিল কুমার শর্মা (কলমদানি), এসএম জাকারিয়া (প্রজাপতি) ও রফিকুল ইসলাম রবি (দেওয়ালঘড়ি)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোয়ার হোসেন (মোমবাতি), মো. উল্লাহ (তালা) ও মিফতাহুল ইসলাম সবুজ (চশমা)।

কোষাধ্যক্ষ পদে আছেন দুইজন— সাকিবুল ইসলাম (মোবাইল) ও দিলীপ কুমার মজুমদার (দোয়াত-কলম)।

নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুনুজ্জামান (হারমোনিয়াম), খাদেমুল বাসার সজল (টিউবওয়েল), সাখওয়াত হোসেন (কাপ-পিরিচ) ও কিরণ চন্দ্র ফরাস (তবলা)। ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্র দাস (ফুটবল), তোফাজ্জল হোসেন (ক্যারাম বোর্ড), আব্দুর রোহান (ঘোড়া), তপন কুমার দাস (হাতি) ও সুরুজ জামান (লাটিম)। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুসাব্বির হোসেন (পাওয়ার টিলার) ও মো. সালাউদ্দিন (বাইসাইকেল)। মহিলা বিষয়ক সম্পাদক পদে আছেন জেবুন নেসা (কলস) ও শহিদা আক্তার (সেলাই মেশিন)। এ ছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন প্রার্থী। তাঁরা হলেন— মতিউর রহমান (ছাতা), আহসান হাবিব (মই), মাসুদুর রহমান (সিলিং ফ্যান), রিপন হোসেন (সূর্যমুখী ফুল), আশরাফুল ইসলাম (মুকুট), সাইফুল ইসলাম সনেট (কম্পিউটার), রাকিবুল ইসলাম (ঘুড়ি), আল-আমিন (বৈদ্যুতিক বাল্ব), রাজু সরকার (জগ), জাকির হোসেন শাকিল (ফুলদানি), সুমন সরকার (রিকশা), নজরুল ইসলাম (হাঁস) ও আতাউর রহমান (মাইক)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।