নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ২:৫৩। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

জবিতে দুর্গাপূজা উপলক্ষে সনাতনী নারী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা কার্ড বিতরণ ছাত্রদলের সুমন সরদার

সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৭:২১
Link Copied!

মুনা সুলতানা, জবি প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত সনাতনী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা কার্ড ও কলম বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এই কার্যক্রমের নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার।

নারী শিক্ষার্থীদের মাধ্যমে হলে অবস্থানরত সনাতনী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

উক্ত উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কগণ—সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন ও আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আহ্বায়ক সদস্যগণ—নাইমুর রহমান দুর্জয়, মাসফিকুল ইসলাম রাইন, মনিরুজ্জামান মনির, মিঠু আলী, ইভান, সিয়াম, রহিমা, দীপ্ত, বাবু, আশরাফুল, টিংকু, শাহারুল, সাদি, ইসমাইলসহ অনেক নেতাকর্মী।

আরও পড়ুনঃ  বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর, পাত্র কে?

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এমন একটি আন্তরিক উদ্যোগ গ্রহণ করায় শিক্ষার্থীদের মাঝে প্রশংসার সুর লক্ষ্য করা গেছে।এই বিষয়ে এক নারী শিক্ষার্থী সন্ধী জানায়, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা এই কাজকে উৎসাহিত করি যা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে।

আরও পড়ুনঃ  শহর-গ্রামের আর্থ-সামাজিক বৈষম্য কমলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে

আয়োজকদের মধ্যে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার জানায়, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি অসাম্প্রদায়িক পরিবেশ দেখতে চাই এবং নারী শিক্ষার্থীরা যেন সমাজে পিছিয়ে না থাকে, তাই তাদের জন্য এই উদ্যোগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।