হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দুধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোয়ালকান্দি রাজবাড়িতে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মহুরি।
প্রধান অতিথির উদ্যোগে ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গোয়ালকান্দি শাখার আয়োজনে সভায় অতিথি থেকে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রফউ হিটলার, বিএনপি নেতা মোজাম্মেল হক, মোজাহার আলী, আলাউদ্দিন আলা, আবেদ আলী, শাহীন, শুকুর আলী, সুরাত আলী, গোয়ালকান্দি ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, ছাত্রদল সভাপতি শাহীন রেজা স্বেচ্ছাসেবক দল বাগমারা উপজেলা সদস্য মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু সাঈদ, কৃষক দল সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক খুলিলুর রহমান তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি জুয়েল রানা, ছাত্রদল নেতা গোলাম হোসেন মিজানুর রহমান প্রমুখ। ধর্মীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অতুল চন্দ্র, সুভাষ চন্দ্র,নরেন্দ্র নাথ, মহাদেব চন্দ্র প্রামাণিক,উত্তম কুমার প্রমুখ। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে অনুষ্ঠানের লক্ষ্যে অনুষ্ঠানের অতিথিরা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তাঁরা ধর্মীয় সম্প্রতি বজায় ও অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।