হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ২০২৫ এর উপজেলা পর্যায়ে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের খেলাধুলার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পর্যায়ের ফাইনাল খেলাটি ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ে বালকদের খেলায় মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চাম্পিয়ান হয় ভবানীগঞ্জ সরকারি বালক বিদ্যালয়।
অন্যদিকে বালিকাদের খেলায় বড় বিহানালী বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাচারি কোয়ালিপাড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা দল। এছাড়া একক খেলায় অনেকেই বিজয়ী হন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ডক্টর মোহাম্মদ আব্দুল মুমীত, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আহাদ আলী কবিরাজ, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনসুর রহমান, একডালা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আসাদুল ইসলাম সান্টু, নরদাশ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক চিমান আলী, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুস সালাম, কাচারি কোয়ালিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম খান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন হাট-গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ৪টি অঞ্চলে ১৬০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। খেলাটির আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।