নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৪:৪৪। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

সেপ্টেম্বরের ২৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২৩ কোটি ডলার

সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১০:৪৯
Link Copied!

অনলাইন ডেস্ক : চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩১ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুনঃ  থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ৪০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৯০ কোটি ৯০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ শতাংশ।

এছাড়া গত ২৪ সেপ্টেম্বর একদিনে প্রবাসীরা দেশে ৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭১৩ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮ শতাংশ।

আরও পড়ুনঃ  বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন করলো চীন

এর আগে গত আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে ২৪৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।