নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৪:৪০। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

পাঁচ দফা দাবিতে নওহাটায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৭:২৪
Link Copied!

রাকিব হাসান, স্টাফ রিপোর্টার: কেন্দ্র ঘোষিত জুলাই সনদ বাস্তবায়ন পিআর পদ্ধতিতে নির্বাচন গণহত্যার ও দুর্নীতির বিচার সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পবা উপজেলার নওহাটা পৌরসভার কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের জনগণ নির্বাচন মানবে না এবং হতে দেওয়া হবে না। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আরও পড়ুনঃ  রাজশাহী বিভাগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় থেকে পবা থানার মোড় দিয়ে নওহাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো কলেজ মোড়ে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ  ভারতের যেসব দুর্বলতায় ফাইনালে আশা দেখতে পারে পাকিস্তান

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পবা মোহনপুর ৩ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে মহানগরের সম্মানিত সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫

আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি মাহবুব আহসান বুলবুল সহ পবা উপজেলা এবং নওহাটা পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।