নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ১১:২৩। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপিত

সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৩:৫৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : শনিবার ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’। প্রতিবারের মতো সারা দেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপিত হয়েছে।

আরও পড়ুনঃ  থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এ উপলক্ষ্যে সকাল নয়টায় কালেক্টরেট চত্বরে পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। উদ্বোধন শেষে সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন মোটেল গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  ধর্ম যার যার, রাষ্ট্র সবার— দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমান

অনুষ্ঠানে রাজশাহী পর্যটন মোটেলের ব্যবস্থাপক মো. মোতাহার হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।