নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১১:৪৭। ২৮ সেপ্টেম্বর, ২০২৫।

বিজয়নগরে পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে মিছিল ও গণবিক্ষোভ

সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৮:২৮
Link Copied!

জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক স্তরের নেতাকর্মীরা পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজিত করেন। মিছিলের মূল বিষয় ছিল জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ দেশের রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী করা।

বিক্ষোভে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি প্রার্থী মোঃ জোনায়েদ হাসান, বিজয়নগর উপজেলা আমীর আবু সায়েদ সরকার, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. আলি নেওয়াজ, চম্পকনগর ইউনিয়নের আমীর আব্দুল আহাদ এবং শিবিরের অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  বিক্ষুব্ধ লাদাখে রাতভর পুলিশি অভিযান, গ্রেপ্তার ৫০

মিছিলে বক্তব্য রাখতে গিয়ে জোনায়েদ হাসান বলেন, “এই পাঁচ দফা দাবি বাংলাদেশের জনগণের যৌক্তিক এবং হৃদয়ের দাবি। এই দাবিগুলো বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দূর হবে। আমরা আমাদের দাবি আদায়ে তীব্র আন্দোলন চালিয়ে যাব এবং সরকার বাধ্য হয়ে এগুলো মানতে হবে।” তিনি আরও বলেন, “২৪ জুলাইয়ের জাতীয় সনদের বৈধতা নিশ্চিত করতে হবে এবং সরকার ও তার সহযোগী বাহিনীকে আইনের আওতায় আনা জরুরি। প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি চালু করা জনগণের দাবি। তবে কিছু মহল এই দাবির বিরোধিতা করছে, কারণ এর ফলে তাদের অবৈধ রাজনৈতিক প্রভাব ও কালো অর্থের সুবিধা সীমিত হবে।”

আরও পড়ুনঃ  ভারতের যেসব দুর্বলতায় ফাইনালে আশা দেখতে পারে পাকিস্তান

বিক্ষোভে ঘোষিত পাঁচ দফা দাবি হলো:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. সংসদের উভয় কক্ষে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সমান সুযোগ প্রতিষ্ঠা।
৪. সরকারের জুলুম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জবাবদিহিতা প্রতিষ্ঠা।
৫. স্বৈরাচারের সহযোগী দল জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

আরও পড়ুনঃ  টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করতে সব দপ্তরের দায়িত্ব রয়েছে : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

মিছিল শেষে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত এই পাঁচ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।