জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: “আমি আপনাদেরই সন্তান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রিক্সা মার্কায় (প্রতিক) ভোট দিবেন। আমি আপনাদের খেদমত করেই বাকি জীবন কাটাতে চাই” বলে মন্তব্য করেছেন ফরিদপুর -৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লা। বাংলাদেশ খেলাফত মজলিস নুরুল্লাগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শনিবার বিকেলে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি (ক্বারি সাহেবের বাড়ি) এলাকায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির ইউনিয়ন শাখার সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল খায়ের সেলিম, সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ সহ সংগঠনের নেতা-কর্মীরা।
পরে, নাসিরাবাদ ইউনিয়নের বালিয়া হাটি বাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি ক্লাব উদ্বোধন করেন সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজারের ব্যবসায়ী প্রমুখ।