নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ১১:১৩। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় মেজরসহ ১৩ সেনাসদস্য আহত: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৯:৫৯
Link Copied!

অনলাইন ডেস্ক : খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় মেজরসহ ১৩ জন সেনাসদস্য আহত ও তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় কঠোর বার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  নাটোরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বইমেলা স্থগিত করলো বাংলা একাডেমি

মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগিরই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  নির্বাচনে কর্মকর্তাদের বেআইনি কোনো নির্দেশ দেওয়া হবে না : সিইসি

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।