নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৯:২৯। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

ভারত ক্রিকেটকে অসম্মান করেছে : পাকিস্তান অধিনায়ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৬:০০
Link Copied!

অনলাইন ডেস্ক : এশিয়া কাপ ফাইনাল শেষে ভারতীয় দলের ট্রফি না নেওয়া ইস্যুতে এবার মুখ খুললেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। সূর্যকুমার যাদবের দলের সমালোচনা করে তিনি বলেন, ভারত ক্রিকেটকে অসম্মান করেছে।

ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, গোটা ক্রিকেটকে অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এসব করতে শুরু করে? কোথায় শেষ হবে এসব? ক্রিকেটারদের তো রোল মডেল হওয়া উচিত। মাঠে এগুলো হতে দেখলে ছোট ছোট ছেলে-মেয়েরা কী শিখবে? এবার যা হয়েছে, খুব খারাপ।’

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্বনেতারা

রোববার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফিই নেয়নি ভারতীয় দল। ট্রফি দেওয়ার কথা ছিল এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। ফাইনালের মঞ্চে আরও একবার পাকিস্তানকে বয়কট করল ভারত। ট্রফি ছাড়াই উল্লাস করেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার বলেন, “চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি। সবাই বলছেন, ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।”

আরও পড়ুনঃ  রাজশাহীর লক্ষ্মী নারায়ণ মন্দিরের প্যান্ডেলে বিশাল বার্তা 

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকীয়া বলেন, “যেহেতু ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি রয়েছে, তাই আমরা এমন কারও কাছ থেকে পুরস্কার নেব না, যিনি পাকিস্তানের মন্ত্রী। নীতিগতভাবে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম।’

এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার পরই শুরু হয়েছিল নাটক। ফাইনাল শেষ হওয়ার পর সবার নজর ছিল, কার হাত থেকে ট্রফি নেন সূর্যরা। খেলা শেষ হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছিল না। ভারতীয় ক্রিকেটাররা মাঠেই দাঁড়িয়েছিলেন।

আরও পড়ুনঃ  নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, অন্তত ১০০ মৃত্যুর আশঙ্কা

শোনা গিয়েছে, ভারত নাকি জানিয়ে দেয়, তারা নাকভির কাছ থেকে ট্রফি নেবে না। মাঠেই ছিলেন নাকভি। কারও সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায় তাকে। নাকভিকে দেখে বোঝা যাচ্ছিল, বেশ রেগে রয়েছেন তিনি। খেলা শেষ হওয়ার ১ ঘণ্টা পর ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন পাকিস্তানের ক্রিকেটাররা। এর আরও পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।