অনলাইন ডেস্ক : বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল বিকেল ৫টা পর্যন্ত। তখন পর্যন্ত ৫১টি ফরম জমা পড়ে। যাচাই-বাছাই শেষে আজ সোমবার ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের মধ্যে একজন আছেন ঢাকা বিভাগের মনোনয়নপ্রাপ্ত (আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান)। ফলে ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন।
বাতিল হওয়া বাকি দুটির মধ্যে একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার, আরেকটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়ন।
তফসিল অনুযায়ী আগামীকাল আপত্তির সূচি রয়েছে। মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিদের আবেদন করার অধিকার রয়েছে। তারা যদি আবেদন করেন তাহলে শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।
এর আগে ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন। এর মধ্যে ঢাকা ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল থেকে ১ জন মনোনয়ন নেন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নেন ৩ জন।