নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১১:২৫। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

পুঠিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৮:০০
Link Copied!

স্টাফ রিপোর্টার,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুকুরে ডুবে জিহাদ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জিহাদ পুঠিয়া পৌরসভার কানাইপাড়া মহল্লার রনির ছেলে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ  দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

পরিবার সূত্রে জানা যায়, সকালে জিহাদ বাড়ির একটি হাসকে তাড়া করতে গিয়ে বাড়ির বাইরে চলে যায়। এ সময় পরিবারের সদস্যরা কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। সবার অজান্তে সে বাড়ির পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে বাড়িতে আনা হলে ততক্ষণে সে মারা যায়।

আরও পড়ুনঃ  কিয়েভে এক রাতে ৬ শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রুশ বাহিনীর, নিহত ৪

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা হয়েছে। স্থানীয়দের মধ্যে শিশুটির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।