নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১১:৫৯। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

তানোরে পুজা মন্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও মতবিনিময় করলেন ইউএনও

সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৮:১৭
Link Copied!

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে বিভিন্ন পুজা মন্ডল পরিদর্শন ও সনাতন ধর্মলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান। সোমবার সন্ধ্যায় তিনি পাঁচন্দর ইউপির বিনোদপুর ও তানোর পৌর এলাকার হরিদেবপুর সমাসপুর তালন্দসহ বেশ কয়েকটি পুজো মন্ডল পরিদর্শন করেন। এসময় তিনি সনাতন ধর্মলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন ।

আরও পড়ুনঃ  পানিতে ডুবে দাদি ও এক নাতির মৃত্যু, অপর নাতি নিখোঁজ

তিনি বলেন, মন্দিরে কোন ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের উদার্থ আহবান জানান। তিনি বলেন, সনাতন ধর্মলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজা নির্বিঘ্নে উৎযাপনের জন্য পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এসময় তিনি সকলের সাথে শুভেচ্ছাসহ কুশল বিনিময়সহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপিত

এসময় তানোর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদসহ কর্মকর্তা কর্মচারী তার সাথে ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।