নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সন্ধ্যা ৭:০৩। ৩০ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে এবার দুই মণ্ডপে কুমারী পূজা

সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৩:০৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে এবার রাজশাহী নগরের দুটি মণ্ডপে কুমারী পূজা করা হয়েছে। আগে শুধু সাগরপাড়া এলাকার ত্রিনয়নী মন্দিরে কুমারী পূজা হলেও এবার নতুন করে রানীবাজারের টাইগার সংঘের পূজামণ্ডপে এই পূজার আয়োজন করা হয়। মণ্ডপ দুটিতে দেবীর রূপে দুই কুমারীকন্যাকে আসনে বসিয়ে ফুল, চন্দন, ধূপ, ধুনো ও প্রসাদ দিয়ে পূজা করেন পুরোহিত।

আরও পড়ুনঃ  ভারত ক্রিকেটকে অসম্মান করেছে : পাকিস্তান অধিনায়ক

মঙ্গলবার টাইগার সংঘের মণ্ডপে ৬ বছর বয়সি শিশু শ্রেনীর ছাত্রী অধরা দাসকে মাতৃরূপে কুমারী পূজা করেন ভক্তরা। আর ত্রিনয়নী মন্ডপে দেবীর আসনে বসে সাড়ে চার বছরের অংকিতা ঘোষ। সাধারণত অষ্টমী তিথিতে দিনের বেলায় অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়। আর রাতে হয় সন্ধি পূজা। অষ্টমীর শেষ এবং নবমীর শুরু-এই সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় বলে এ পূজার নাম সন্ধি পূজা। যেসব মণ্ডপে কুমারী পূজা হয়, সেখানে একই দিনে তিনটি পূজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  থাইল্যান্ডের ম্যাসাজ আসলেই আলাদা : প্রিয়ন্তী উর্বী

এ দিন রাজশাহী নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার এবং মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তারা আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সবার সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা উৎসবের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।