নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:০৪। ৩০ সেপ্টেম্বর, ২০২৫।

খেলার মাঠেই মারা গেলেন স্প্যানিশ ফুটবলার রাউল, তিন দিনের শোক ঘোষণা

সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৫:৪৮
Link Copied!

অনলাইন ডেস্ক : মাঠে আঘাত পেয়ে মাত্র ১৯ বছর বয়সে মারা গেছেন স্প্যানিশ গোলকিপার রাউল রামিরেজ ওসোরিও। তিনি স্পেনের পঞ্চম বিভাগের দল কলিন্ড্রেসের হয়ে খেলতেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাউলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফসিএফ)।

আরও পড়ুনঃ  জলাতঙ্ক নিয়ে সচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

গেল শনিবার (২৭ সেপ্টেম্বর) রেভিলার মুখোমুখি হয়েছিল কলিন্ড্রেস। এই ম্যাচ চলার সময়েই মাথায় আঘাত পান রাউল। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ওই আঘাতের ফলে তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং ‘ব্রেইন ডেড’ হয়ে যায়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সতর্ক রয়েছে : শফিকুল আলম

আরএফসিএফ তার পরিবার, বন্ধুবান্ধব এবং সমগ্র কলিন্ড্রেস স্পোর্টস ক্লাবের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। এর পাশাপাশি রাউলের আত্মার শান্তি কামনা করেছে তারা। আরএফসিএফ তিন দিনের শোক ঘোষণা করেছে এবং জানিয়েছে, রাউল রামিরেজের স্মরণে আগামী সপ্তাহে সকল ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।