নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১১:১৮। ৩০ সেপ্টেম্বর, ২০২৫।

তানোরে ৫৮টি পুজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাংসদ প্রার্থী সুলতানুল ইসলাম তারেক

সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৭:২৫
Link Copied!

তানোর প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তি, শৃঙ্খলা ও যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার অন্তত ৫৮টি মন্দিরের পূজা-মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী -১ তানোর গোদাগাড়ী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য, কারা নির্যাতিত নেতা জনাব আ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পূজা-মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় দলীয় নির্দেশনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আকর্ষণীয় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এড. তারেক।

আরও পড়ুনঃ  জাপানে ক্যাম্প হচ্ছে না ঋতুপর্ণাদের

পূজায় আগত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কোন সময়, কোন কারণেই ভয় পাবেন না। মনে রাখবেন—বিএনপি সবসময় আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে। বিএনপি অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমাদের ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আমরা মিলেমিশে থাকতে চাই। আপনারা যে কোনো প্রয়োজনে বিএনপিকে পাশে পাবেন।”

তিনি আরও বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি কাজ করে যাচ্ছে। এই কর্মসূচির সফল বাস্তবায়নই হবে সবার মুক্তি।”

আরও পড়ুনঃ  ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি বছরের সেপ্টেম্বরেই সর্বোচ্চ ৭৬ জনের মৃত্যু

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শামসুল আলম, তানোর পৌর বিএনপির আহবায়ক মোঃ একরাম আলী মোল্লা, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যুবদল নেতা এস এম আতিকুর রহমান আতিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মাহফুজ, তানোর উপজেলা তানোর উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সম্ভুনার্থ হালদার,সাধারণ সম্পাদক গনেশ, তানোর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, যুবদল নেতা জিয়াউর রহমান, বজলুর রশিদ,ছাত্রদল নেতা স্বাধীন, অন্তুু, মিঠুনসহ তানোর উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আরও পড়ুনঃ  ধর্ম ও চেতনার ব্যবসা আর চলবে না: সালাহউদ্দিন

আলোচনা শেষে অতিথিরা প্রতিটি পুর্জা মন্ডুপে নগদ আর্থিক অনুদান ছোট বাচ্চাদের জন্য ফুটবল এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।