নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১১:৫৪। ৩০ সেপ্টেম্বর, ২০২৫।

নাতনিকে মাদ্রাসায় রেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দাদির

সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৮:৪২
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আমিরন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে ২৪৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নিহত আমিরন বেগম সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরন বেগম প্রতিদিনের মতো তার নাতনিকে ফুলবাড়িয়া মাদ্রাসায় দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বড় বাংরাইল গ্রামের অনিল সূত্রধরের ছেলে বিপ্লব সূত্রধর। দুর্ঘটনার পর তিনি পালিয়ে যান।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন আজ

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।