মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বাংলা, আইসিটি, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন করা হয়েছে। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের ১০ নম্বর পূর্বে বহুনির্বাচনি প্রশ্নের জন্য ১৫ নম্বরের সাথে যুক্ত করে মোট ২৫ নম্বর বরাদ্দ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনায় এ কাজ করা হয়েছে বলেন জানান বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন । তবে পূর্বের সিলেবাস ও নম্বর বিভাজন অপরিবর্তিত থাকবে।
বোর্ডের ওয়েবসাইটের দেয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলা ২য় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দকৃত ১০ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেয়া হয়েছে। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের ১০ নম্বর পূর্বের বহুনির্বাচনি অংশের ১৫ নম্বরের সাথে যুক্ত করে মোট ২৫ নম্বর বহু নির্বাচনি প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে।
ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশ হতে ৮ টি এবং ব্যাংকিং অংশ হতে ৭ টিসহ মোট ১৫ টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪ টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। পূর্বের সিলেবাস ও নম্বর বিভাজন অপরিবর্তিত থাকবে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীদের বিষয়টি অতীব জরুরি।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দেয়া ২২-০৯-২০২৫ তারিখের চিঠির স্মারকপত্র নং-৩৭.০৬.০০০০.৪০২.৭১.০৬৮.০২.৩১ ।