নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১১:০১। ১ অক্টোবর, ২০২৫।

চারঘাটে সাপের দংশনে স্কুল শিক্ষকের মৃত্যু

অক্টোবর ১, ২০২৫ ৮:০৮
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে সাপের দংশনে স্কুল শিক্ষক ও জামায়াত নেতা মোঃ নাজমুল হকের (৫২) মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাজমুল হক উপজেলার জাফরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি জাফরপুর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি চারঘাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে শলুয়া ইউনিয়ন জামায়াতের জাফরপুর ওয়ার্ডের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুনঃ  ধর্ম ও চেতনার ব্যবসা আর চলবে না: সালাহউদ্দিন

পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুল হক বুধবার সকাল ৮টার দিকে নিজ জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। এসময় তাকে বিষধর সাপে দংশন করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এ বিষয়ে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে চারঘাট উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ বলেন, সাপে কামড় দেওয়ার পর তাকে তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তারপরও বাঁচানো সম্ভব হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।