নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১১:৩৪। ১ অক্টোবর, ২০২৫।

আজ শারদীয় দুর্গাপূজার মহানবমী!

অক্টোবর ১, ২০২৫ ৮:২১
Link Copied!

স্টাফ রিপোর্টার: হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের ৪র্থ দিনে দেবী দূর্গার মহা নবমী কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মণ্ডপে মণ্ডপে শাখ, শঙ্খ ও ঊলুর ধ্বনিতে মুখরিত হয়ে উঠে দেবী প্রাঙ্গন। মণ্ডপ গুলোতে সকাল থেকে দেবী দূর্গার পূজা অর্চনা করে ভক্তরা। পূজা শেষে অঞ্জলি প্রদান, দেশ-জাতি ও পরিবারের মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এদিকে, রাজশাহী মহানগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় তিনি, পূজো আয়োজকদের সাথে কুশল বিনিময় শেষে বলেন, কোলকাতার পরেই রাজশাহীতে দুর্গাপূজার ঐতিহ্য ছিল। সেটি আবার ফিরে এসেছে।

আরও পড়ুনঃ  বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির নেতা মানিক খান

রাজশাহীতে এবছর ৪৬২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়। এরমধ্যে, রাজশাহী মহানগরীতে ৮০টি মন্ডপে দুর্গাপূজা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় শহর ও উপজেলার প্রতিটি পূজা মন্ডপে পুলিশ মোতায়েন রয়েছে। জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।