নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১:২৯। ২ অক্টোবর, ২০২৫।

তানোরে পুজামণ্ডপ পরিদর্শনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী কেএম জুয়েল

অক্টোবর ১, ২০২৫ ৯:১৩
Link Copied!

সজল মাহমুদ, স্টাফ রিপোর্টার: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমীতে তানোর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন রাজশাহী-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার কেএম জুয়েল। বুধবার বিকেলে তিনি কালিগঞ্জ বাজারের পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আরও পড়ুনঃ  তানোরে ৫৮ টি পুজা মন্ডপ পরিদর্শন করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শরিফ উদ্দিন

এসময় জুয়েল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এবারের পূজা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দেখে ভালো লাগছে। বিগত সরকারের সময়ের তুলনায় এবারের দুর্গাপূজা আরও প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুনঃ  ইলিশ ধরা ও বিক্রি ২২ দিন নিষিদ্ধ

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইদের পাশে দাঁড়িয়েছি, খোঁজ নিয়েছি এবং সহায়তা করেছি। শুধু এবারে নয়, অতীতেও তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

আরও পড়ুনঃ  জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার, সরকারের পদত্যাগ দাবি

পরে তিনি, উপজেলার আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।