নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১১:৩৫। ১ অক্টোবর, ২০২৫।

এনসিপি রাজশাহী বিভাগের সম্পাদক হলেন ইমরান ইমন

অক্টোবর ১, ২০২৫ ৯:৩৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি রাজশাহী বিভাগের সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইমরান ইমন।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভারতের খারাপ দিনের অপেক্ষায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীসহ ১০টি বিভাগের নব-নির্বাচিত সম্পাদকের নাম ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে ড. আতিক মুজাহিদ, সিলেট বিভাগের এহতেশাম হক, ময়মনসিংহ বিভাগের আশেকিন আলম, ঢাকা বিভাগের সাইফুল্লাহ হায়দার, ফরিদপুর বিভাগের নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগে এস. এম সুজা উদ্দীন, কুমিল্লা বিভাগের আতাউল্লাহ, খুলনা বিভাগের ফরিদুল হক, বরিশাল বিভাগের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

আরও পড়ুনঃ  রাজশাহীর লক্ষ্মী নারায়ণ মন্দিরের প্যান্ডেলে বিশাল বার্তা 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সকলকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদানের পাশাপাশি, আগামী ১ মাসের মধ্যে এ সম্পাদকবৃন্দকে সকল জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।