নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১২:৩৫। ৩ অক্টোবর, ২০২৫।

নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন

অক্টোবর ২, ২০২৫ ১০:৩৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের মাধনগর রেলস্টেশনে পৌঁছালে চাকার নিচ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে থাকে।

আরও পড়ুনঃ  শহর-গ্রামের আর্থ-সামাজিক বৈষম্য কমলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে

এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী বিল্লু সরদার ও সাইদুল ইসলাম জানান, ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার কিছুক্ষণ পরই একটি বগির নিচে আগুন ধরে যায়। দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ মেরামত কাজ শুরু করে। পরে ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রেখে প্রায় তিন ঘণ্টা দেরিতে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়।

আরও পড়ুনঃ  চারঘাটে সাপের দংশনে স্কুল শিক্ষকের মৃত্যু

এ বিষয়ে মাধনগর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আজিজুল ইসলাম বলেন, ট্রেনের পরিচালক বিষয়টি জানালে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রুটিপূর্ণ বগি আলাদা করার পর ট্রেনটি নিরাপদে যাত্রা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।