স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় গাঁজা বহনের সময় একজন মাদক কারবারিকে গ্রফেতার করেছে র্যাপডি এ্যাকশন ব্যাটালয়িন (র্যাব-৫), সিপিসি-১।
রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জেলার বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানের সময় তাকে গ্রফেতার করা হয়। গ্রফেতারকৃত ব্যক্তির নাম আপন মিয়া (৩০)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বনগাঁও এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।

৩টি পোটলায় রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার।
আজ সোমবার (৬ অক্টোবর) সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৫) রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোমস্তাপুর উপজেলার বংপুর ইউনিয়নে মাদকসহ অবস্থানকালে ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৩টি পোটলায় রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রফেতার কৃত ব্যক্তি গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।