নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ১০:০১। ১২ অক্টোবর, ২০২৫।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে যারা

অক্টোবর ১০, ২০২৫ ৫:৪৫
Link Copied!

অনলাইন ডেস্ক : সাদা বলের সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই দ্বিপাক্ষিক সিরিজের জন্য গতকাল (বৃহস্পতিবার) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশিত হয়েছে। আসন্ন সিরিজে বিদেশি ৩ জন ম্যাচ অফিসিয়াল থাকবেন, এর মধ্যে একজন ম্যাচ রেফারি এবং বাকি দু’জন আম্পায়ারিং করবেন।

এ ছাড়া তাদের সঙ্গী হিসেবে বাংলাদেশের পাঁচজন আম্পায়ার থাকবেন। যেখানে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেলরা আছেন। দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ এবং মোর্শেদ আলী খানও।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে মিডিয়াকর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিরিজে আম্পায়ারিং করবেন দুই বিদেশি ভারতের জয়ারমন মদনগোপাল ও নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। এ ছাড়া সিরিজের ছয়টি ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের ডিন কসকার। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।

১৮ অক্টোবর প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন মদনগোপাল ও গাজী সোহেল। ২১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্রিস গ্যাফানি ও তানভীর আহমেদ এবং ২৩ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মদনগোপাল ও মুকুল অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ  রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের হিমাগারে কিশোরীসহ তিনজনকে নির্যাতন

এ ছাড়া সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন গ্যাফানি এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ। সিরিজের দ্বিতীয় ম্যাচে মদনগোপাল টিভি আম্পায়ার ও গাজী সোহেল চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

‌টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর থেকে। চট্টগ্রামে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ অক্টোবর। এই সিরিজের পুরোটা জুড়েই আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশিরা। সিরিজের প্রথম ম্যাচে গাজী সোহেল ও মোর্শেদ আলী খান, দ্বিতীয় ম্যাচে সৈকত ও মোর্শেদ আলী খান এবং তৃতীয় ম্যাচে সৈকত ও মুকুল অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

এ ছাড়া ১ম ম্যাচে তানভীর আহমেদ তৃতীয় ও মুকুল চতুর্থ, দ্বিতীয় ম্যাচে মুকুল তৃতীয় ও সোহেল চতুর্থ এবং তৃতীয় ও শেষ ম্যাচে গাজী সোহেল তৃতীয় ও মোর্শেদ আলী খান চতুর্থ আম্পায়ারের ভূমিকা নেবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।